নক্ষত্র নীলের গান
আবার বৃষ্টি গর্জনে মহাকাল
বৃত্ত ভাঙার অবারিত ধারাপাত
আমিও শিখছি শিখছো তুমিও বেশ
চারিদিকে দেখো চিহ্নের সমাহার
এ ঘোর সময় দুর্যোগ মারীকাল
পুড়ছে মানুষ মানুষের সংসার
শ্রাবণ ধারায় ধুয়ে যাক চরাচর
অপেক্ষা হোক হৃদয়ের বারোমাস
নক্ষত্রটি উজ্জ্বলতর হয়
বৃষ্টির পরে আকাশের ছাদে ফোটে
ঘাসের গায়েও মুক্তোর দানা জমে
বৃষ্টি শেষের উদ্ভাস জেগে থাকে
আমরা তেমন জেগে থাকি রাতভোর
কান পেতে শুনি নীরব বনের গান
তুমি চলো কোনো নিয়তি নীলের তীরে
আমাকে ভাসাও ভাসাও পুনর্বার